Lyrics has been copied to clipboard!
পরদেশী মেঘ [নজরুল সঙ্গীত]
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
পরদেশী মেঘ যাও রে ফিরে।বলিও আমার পরদেশী রে।।সে দেশে যবে বাদল ঝরেকাঁদে না কি প্রাণ একেলা ঘরে,বিরহ-ব্যাথা নাহি কি সেথাবাজে না বাঁশী নদীর তীরে।।বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদজাগে না সেথা কি প্রাণে কোন সাধ?দেয় না কেহ গুরু গঞ্জনাসে দেশে বুঝি কুলবতী রে।।