Lyrics has been copied to clipboard!
আমার সোনার ময়না পাখি
কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান
সংগীতঃ পলাশ
শিল্পীঃ নীলা
অ্যালবামঃ নীলার গান
আমার সোনার ময়না পাখিকোন দেশেতে গেলা উইড়া রেদিয়া মোরে ফাঁকি রেআমার সোনার ময়না পাখি ।।সোনা বরণ পাখিরে আমারকাজল বরণ আঁখিদিবানিশি মন চায়রেবাইন্ধা তরে রাখি রেআমার সোনার ময়না পাখি ।।দেহ দিছি প্রাণরে দিছিআর নাই কিছু বাকীশত ফুলের বাসন দিয়ারেঅঙে দিছি মাখি রেআমার সোনার ময়না পাখি ।।যাইবা যদি নিঠুর পাখিভাসাইয়া মোর আঁখিএ জীবন যাবার কালে রেও পাখি রেএকবার যেন দেখি রেআমার সোনার ময়না পাখি ।।