Lyrics has been copied to clipboard!
নিবিড় অন্ধকারে
স্মৃতির বিচরণ,
ভেবে যায় তোমাকে
নির্লজ্জ এ মন।
কিছু কথা লিখে গেছি
পুরোনো ডায়েরীতে,
পড়ে নিও খুব গোপনে
সময় হয় যখন।
জানি ভুল ছিলো আমারো
ক্ষমা করে দিতেই পারো,
বলে গেলে না তুমি কিছুই
এটাই আক্ষেপ।
আমি আর আসবো না
তোমার আঙিনায়,
কোনোদিন করবো না
বিরক্ত তোমায়।
তুমি বুঝবে সেদিন
আর খুঁজবে আমায়,
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়।।
বিরল অবহেলার ভিড়ে
দুঃখ গুলো অগোচরে,
হয়তো বোঝাতে পারিনি
ভালোবেসেছি কেমন করে।
যদি কখনো আবারো
সব মেনে নিতে পারো,
থাকবো না আর আমি তখন
থাকবে না বিচ্ছেদ।
আমি আর আসবোনা
তোমার আঙ্গিনায়,
কোনোদিন করবো না
বিরক্ত তোমায়।
তুমি বুঝবে সেদিন
আর খুঁজবে আমায়,
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়।
আমি আর আসবো না লিরিক্স – তুহিন :
Nibir ondhokare smritir bichoron
Vebe jaay tomake nirlojjo e mon
Kichu kotha likhe gechi purono diary te
Pore niyo khub gopone somoy hoy jokhon
Jani bhul chilo amaro
khoma kore ditei paro
Bole gele na tumi kichui etai akkhep
Ami aar ashbo na tomar anginay
Konodin korbo na birokto tomay
Ami Ar Ashbona is the latest Bengali Song Sung by Abdul Kader Tuhin. Music Composed by Eemce Mihad. Ami Ar Ashbona Lyrics In Bengali Written by Abdul Kader Tuhin and Song Programming Arrangements, Mixing and Mastering By Eemce Mihad.
Song : Ami Ar Ashbona
Vocal, Lyrics & Tune : Abdul Kader Tuhin
Music Composer : Eemce Mihad
Assistant Music Composer : Shahnewaz Chowdhury Miraz
Lyrical video done by : Shakhawat Firoz Irfan
Thumbnail done by : Solaiman Swiim