Lyrics has been copied to clipboard!
Song Details:
Song : Parisa | পারিসা
Composer : M.A. Rahman
Lyric : Sayed Jewel
Tune & Singer : Khairul Wasi
Female Voice : Rumana Eti
Cinematography : Raju Raj
Edit & Color : Akash Sarkar
Director : Mehedi Hassan Hridoy
Producer : Faisal Azad
Parisa Lyrics (পারিসা) Khairul Wasi Crush Natok Song:
এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন
এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ
এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন
এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ
আগে যদি জানতাম আমি করবি রে এমন
বিশ্বাস কইরা দিতাম না আমার অবুঝ মন
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ
আদর কইরা পালছি একটা পরবাসি মন
দিবা নিশি সুখ দিলো না কাদায় সারাক্ষন
আদর কইরা পালছি একটা পরবাসি মন
দিবা নিশি সুখ দিলো না কাদায় সারাক্ষন
আপনেরে পর করলি তুই
পর করলি আপন
এই মনেতে বহাইলি তুই দুঃখেরই শ্রাবণ
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ (2x)