Lyrics has been copied to clipboard!
Cop Creation presents a valentine’s special “JaniTumi Chile ”, a romantic melodious track from the Bangla action thriller movie MISSION EXTREME.
Song Credits:
Singer – Pritom Hasan & Dola Rahman
Lyric – Rakib Hasan Rahul
Music – Adit Rahman
Tune – Adit Rahman & Dola Rahman
Jani Tumi Chile Lyrics ( জানি তুমি ছিলে ) – Mission Extreme
জানি তুমি ছিলে
শত দ্ধিধা ভুলে
এসেছি আজ তোমারি হতে
তুমি ছাড়া আমি
একা মরুভুমি
দিওনা দূরে সরে যেতে
আসলে আসুক আধার কালো
বুকে জড়িয়ে তুমি রেখো
এ পৃথিবীর পরেও …….
তোমারি হয়ে বেঁচে রবো
জানি তুমি ছিলে শত দ্ধিধা ভুলে
এসেছি আজ তোমারি হতে
তুমি ছাড়া আমি একা মরুভুমি
দিওনা দূরে সরে যেতে
দু চোখের সীমানা যত বড়ো
জুড়ে আছি আমি বেশি তারও
একাকী ছায়াপথে আছি সাথে
হৃদয়ে তাকিয়ে দেখো
তুমিহীন কোনো একাদিন
পারবোনা হতে কোনোদিন
থাকবো শুধু তোমাকে ছুঁয়ে
আসলে আসুক আধার কালো
বুকে জড়িয়ে তুমি রেখো
এ পৃথিবীর পরেও
তোমারি হয়ে বেঁচে রবো
জানি তুমি ছিলে
শত দ্ধিধা ভুলে
এসেছি আজ তোমারি হতে
তুমি আছো বলে
মেঘ ভাসা নীলে
পেয়েছি জীবনের মানে
তুমি ছাড়া আমি
একা মরুভুমি
দিওনা দূরে সরে যেতে
যত কথা ছিল আজ বলা হলো
চাই তোমাকে প্রতিটি ক্ষনে