Lyrics has been copied to clipboard!
lsheguri Prem is the latest Bengali Song Sung by Madhuraa Bhattacharya. Music Composed by Ayan Kumar Nath. Ilsheguri Prem Lyrics In Bengali Written by Ayan Kumar Nath and Song Programming Arrangements, Mixing and Mastering By Goutam Basu.
- Song : Ilsheguri Prem
- Singer : Madhuraa Bhattacharya
- Lyricist & Music Composer : Ayan Kumar Nath
- Music Producer : Shamik Chakravarty
- Record, mix & mastering : Goutam Basu
- Concept & Direction : Avik Sarkar
- Dop & Edit : Dipankar Das
- Label : Asha Audio
Ilsheguri Prem Song Lyrics in Bangla
কিছু মেঘলা, আলগা অভিমানী ভোর
কিছু বৃষ্টি, খুব তোকে দিলাম আদর,
কিছু রোদ্দুর,
একমুঠো উষ্ণতায় দিলাম ভাসিয়ে,
কিছু না বলা কথায়।
এক আকাশ মুখ, পালতোলা ঝিনুক
ফোঁটা গায়ে বৃষ্টি মন কেমন,
আড়মোড়া কথায়, মেঘ ছুঁয়েছি আর
ভেজা শ্লেটে গা ভাসাই যেমন।
অসময়ি আবদারে, স্যাঁতস্যাতে অবসরে
আজও তুই সে বিকেলের মতোই,
জানি আজ বুকের মাঝে
সম্মোহনে আরও কাছে,
তুই না এলে বৃষ্টি থামাবোই।
খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায়
ঠিক যেমন হলেই তোকে মানায়।।
বেসামাল মেঘ, হোক না সে আবেগ
জানি তুই ঝড়ে ছেলেবেলার সোই,
পাতাঝরা দিন, কাগজ রঙ্গীন
তোর নামে আজ নৌকা ভাসাবোই ।
বৃষ্টি ভেজা স্নান, হোক না মেঘ উড়ান
জমে থাকা নীলে তুই অমিতে বেশ,
যায় মুঠো ঝেঁপে, গান দেবো মেপে
গল্পে তোর পালকে আজ ছুটির আবেশ।
একটা খুব চেনা বিকেল
পথ হাঁটি এই ঘুম চোখে,
ইলশেগুঁড়ি প্রেম, তোর আমার অভ্যেসে।
খামখেয়ালী রাত, তোর আঙুলে হাত
অসময়ে আধভেজা চিলেকোঠায়,
ইচ্ছে হবি আয়, বৃষ্টি ভেজা পায়
ঠিক যেমন হলেই তোকে মানায়।।