Lyrics has been copied to clipboard!
Ami Tomar Hoye Jai is the latest Bengali Song Sung by Rehaan Rasul. Music Composed by Rehaan Rasul. Ami Tomar Hoye Jai Lyrics In Bengali Written by Kabir Bakul and Song Programming Arrangements, Mixing and Mastering By Kabir Bakul.
- Song : Ami Tomar Hoye Jai
- Drama : Tomar Hatti Dhore
- Singer : Rehaan Rasul
- Lyric & Tune : Kabir Bakul
- Music : Sajid Sarkar
- Direction : S R Mozumder
- Cinematography : Kamrul Islam Shubho
- Title, Edit & Color : Tanvir Tahsan
- Label : Soundtek
Ami Tomar Hoye Jai Song Lyrics In Bengali :
এতো মনে মনে অমিল
এতো কথার কাটাকাটি,
তবু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
ভালোবাসার পথে হাঁটি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো শত্রু শত্রু দৃষ্টি
এতো টুকরো টুকরো খুনসুটি,
ওই চোখের মায়া মিষ্টি
ভালো লাগে কিছু ভুল ত্রুটি।
যত আসি কাছাকাছি
তত তোমায় ডুবে আছি,
আরো ইচ্ছা করে তোমার হাতটি ধরে
তোমার শ্বাসেই আমি বাঁচি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো সঙ্গে সঙ্গে চলছি
এতো মিষ্টি মিষ্টি কল্পনা,
এই তুমি আমার বলছি
বানানো এ কোনো গল্প না।
ঠোঁটে লেগে থাকা হাসি
দেখে ফিরে ফিরে আসি,
শুধু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
বলি তোমায় ভালোবাসি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আমি তোমার হয়ে যাই
আমি তোমার হয়ে যাই।
আমি তোমার হয়ে যাই লিরিক্স – রেহান রাসুল :
Eto mone mone omil
Eto kothar katakati
Tobu icche kore tomar hatti dhore
Bhalobashar pothe hatti
Ar khub kore chai khub kore chai
Ami tomar hoye jai
Eto shatru shatru dristi
Eto tukro tukro khunshuti
Oi chokher maya misti
Valo laage kichu bhul truti
Joto ashi kacha kachi
Toto tomay dube achi
Aaro ichche kore tomar hatti dhore
Tomar swasei ami bachi