Lyrics has been copied to clipboard!
- Song : Aaj Tor Biye
- Singer : Keshab Dey
- Music : F A Sumon
- Lyrics : Ibrahim Khalil Ibu
- Programing, Mixed & Master : F A Sumon
- Directed By : Antor Hasan
- D.O.P : Shampad
- Edit : Mimo
- Label : F A Sumon Official
- Promotion & Distribution : Team KD
Aaj Tor Biye Song Lyrics In Bengali :
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
ও.. বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
দিনরাত আসমান ছিলোতো একদা বর্নিল
আল্পনা জুড়ে এঁকেছি সাগর সেচা নীল,
এমন কেন মনে হয়
কাঁদতে চাইছে হৃদয়,
তুই ছাড়া ভালো আমি থাকবো না রে।
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
মনকে বোঝাই তুইতো পর
কবে আপন ছিলি,
পাশে থাকার অভিনয়ে
এমন দুঃখ দিলি।
এক জিবনে তোরই মত
দেয়নি কেউ এত ক্ষত,
এক জিবনে তোরই মত
দেয়নি কেউ এত ক্ষত,
খুব গোপনে পুষি ..
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
আকাশ বাতাস স্বাক্ষী রাখি
পাবিনা কভু ক্ষমা,
তোর কারনে মনের কনে
সহস্র কষ্ট জমা।
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা,
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা,
দেখতিস যদি পড়ে ..
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
দিনরাত আসমান ছিলোতো একদা বর্নিল
আল্পনা জুড়ে এঁকেছি সাগর সেচা নীল,
এমন কেন মনে হয়
কাঁদতে চাইছে হৃদয়,
তুই ছাড়া ভালো আমি থাকবো না রে।
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
আজ তোর বিয়ে লিরিক্স – কেশব দে :
Bodle jacche charipash dhusor rong niye
Sondhyay sajbe akash aaj tor biye
Dinraat ashman chiloto ekoda bornil
Alpona jure ekechi sagor secha neel
Emon keno mone hoy kadte chaiche hridoy
Tui chara valo ami thakbo na re
Mon ke bojhai tui toh por kobe apon chili
Pashe thakar obhinoye emon dukkho dili
Ek jibone tori moto Deyni keu khoto
Khub gopopne pushi
Akash batas sakkhi rekhe pabina kobhu khoma
Tor karone moner kone sohoshro kosto joma
Moner gache hajar pata patay patay tori kotha
Dekhtis jodi pore